শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক খারাপ প্রসঙ্গে যা বললেন মাধুরী
অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী একটা সময় বলিউড রাজত্ব করেছিলেন। কথিত আছে এ দুই নায়িকার নাকি সম্পর্ক ভালো ছিল না। যদিও বলিউড নায়িকাদের মধ্যে শীতল লড়াই কোনো নতুন ঘটনা নয়। এ নিয়ে তাদের মধ্যকার ‘ক্যাটফাইট’ বারবার আলোচনার খরাকে পরিণত হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীদেবী প্রসঙ্গে কথা বলেন মাধুরী।
৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। অভিনেত্রী বলেন, আমাদের মধ্যে এমন কোনো কারণ ছিল না যে, আমরা একে অপরকে অসম্মান করব। তিনি এমন একজন অভিনেত্রী ছিলেন, তার ক্যারিয়ারে খুব কঠোর পরিশ্রম করেছেন। আমিও তাই। আমি মনে করি, আমরা দুজনেই এটা জানতাম।
শুধু তাই নয়, শ্রীদেবী মারা গেলে মাধুরী ‘কলঙ্ক’ সিনেমায় তার জায়গা নেন। শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর সেই সময় মাধুরীর জন্য একটি বিশেষ পোস্টও শেয়ার করে নিয়েছিলেন। করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় শ্রীদেবীর থাকার কথা ছিল। তবে অভিনেত্রী মারা যাওয়ার পর, পরিচালক সেই প্রস্তাব নিয়ে যান মাধুরীর কাছে।
এ সময় জাহ্নবী কাপুর সামাজিক মাধ্যমে লেখেন, কলঙ্ক তার মায়ের হৃদয়ের খুব কাছের একটি সিনেমা। বাবা ও খুশি কাপুর (শ্রীদেবীর ছোট মেয়ে) এবং আমি মাধুরীজির কাছে কৃতজ্ঞ সেই সিনেমার অংশ হওয়ার জন্য।
এর আগে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবী মারা যান। তবে এখনো দর্শক মনে একইভাবে জায়গা আছে মাধুরীর তার কালজয়ী সিনেমা দিয়ে। সঙ্গে তার দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুরও নায়িকা হিসেবে কাজ করে চলেছেন। সবসময়ই দুই কন্যাকে জন্মদিন কিংবা সিনেমা রিলিজের সময় মায়ের পোশাক পরে আসতে দেখা যায়।
উল্লেখ্য, মাধুরী আপাতত তার নতুন সিরিজ মিসেস দেশপান্ডের মুক্তি উপভোগ করছেন, যা ভালো সাড়া পাচ্ছে। এতে তিনি এমন একজন বন্দি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি খুনের মামলায় পুলিশকে সহায়তা করেন।

